দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম

কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। দেশটির কোহাটে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, প্রদেশে কোনো নিয়োগ সুপারিশের ভিত্তিতে করা হয়নি। যারা দুর্নীতির কথা বলছেন, তাদের নিজস্ব প্রদেশের দুর্নীতি পরীক্ষা করা উচিত। তিনি উল্লেখ করেন,পাঞ্জাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। সরকার কেপি থেকে দুর্নীতিগ্রস্ত উপাদান অপসারণে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের চাকরি থেকে অপসারণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির হামলায় সন্দেহভাজন একজনকে আটক

এর আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মুহাম্মদ সোহেল আফ্রিদি পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে  সফর করে। যেখানে তিনি সরাসরি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন এবং একাডেমিক সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাসের চাহিদা মূল্যায়ন করেন। পরিদর্শনকালে, তিনি বিশ্ববিদ্যালয়টিকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার গুরুত্বের উপর জোর দেন এবং এই লক্ষ্যে কার্যকর প্রস্তাব উপস্থাপনের জন্য উপাচার্যকে নির্দেশ দেন।

জ/জ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft