প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ১৪.১২.২০২৫ ৮:৩২ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তিনি এই অভিভাষণ দেবেন।এর পর আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন।
দীর্ঘ বিচারিক পেশায় দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন বিচারপতি ড. সৈয়দ রেফাত। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
সৈয়দ রেফাত আহমেদের বিদায়ের পর শিগগিরই নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন বিচারপতি মো. হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি তার নিয়োগ অনুমোদন করেছেন এবং তার শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ১১ আগস্ট তিনি শপথ নেন।
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসিতে। এরপরে সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে কাজ করেছেন।
জ/দি