সুয়ারেজ ও ডি পলকে নিয়ে কলকাতায় মেসি, শাহরুখের সঙ্গে দেখা যাবে একই মঞ্চে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:৩০ পিএম আপডেট: ১৩.১২.২০২৫ ২:৩৪ পিএম

কলকাতা পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন এলএমটেন। মেসির সফরসঙ্গী হয়ে কলকাতায় এসেছেন তার ক্লাব সতির্থ লুইস সুয়ারেজ ও ডি পলও।

জানা গেছে, রাত আড়াইটায় কলকাতায় অবতরণ করে মেসিকে বহনকারী ফ্লাইট। প্রায় ১৪ বছর পর ভারতে গেলেন মেসি। বিমানবন্দরে এই ফুটবল তারকাকে দেখতে ছিলো উপচে পড়া ভিড়।

সূচী বলছে, আজ শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হোটেলে স্পনসরদের একটি অনুষ্ঠান রয়েছে মেসির। এরপর সকাল ১০টা নাগাদ তার যুব ভারতীতে যাওয়ার কথা।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। দেখার কথা মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ।

একইদিন লেক টাউনে নিজের স্ট্যাচু উদ্বোধনের কথা ছিলো লিওর। তবে নিরাপত্তাজনিত কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের রাজপুত্র।

এদিকে রাতে কলকাতায় পৌঁছেছেন বলিউড কিং শাহরুখ খানও। মেসির সঙ্গে একই মঞ্চে প্রথমবারের মত উঠবেন এসআরকে।

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft