প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

আবুধাবিতে আইএলটি২০’র ম্যাচে ১ রানের ব্যবধানে এমআই এমিরেটসেকে হারিয়েছে ভাইপার্স। তবে ক্রিকেট বিশ্ব আলোচনায় এসেছে নিকোলাস পুরানের এক অদ্ভুত সিদ্ধান্তকে ঘিরে।
ম্যাচের ১৬তম ওভারে, রশিদ খানের বলে ম্যাক্স হোল্ডেন মারতে গিয়ে পুরোপুরি মিস করেন। স্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও ম্যাক্স হোল্ডেনকে স্টাম্প না করা—এটাই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। পরে ভাইপার্স তাকে রিটায়ার্ড আউট ঘোষণা করলে বিষয়টি আরও আগুন ধরায় ক্রিকেটমহলে।
টি-টোয়েন্টিতে কৌশলগত কারণে ব্যাটারকে রিটায়ার্ড আউট করা বৈধ। একইভাবে ব্যাটার বের হলে স্টাম্পিং বাধ্যতামূলক নয়। ফলে পুরানের সিদ্ধান্ত পুরোপুরি আইনি।
এদিকে, ভাইপার্স শেষ ৪ ওভারে ৪১ রান তুলে ১৫৯/৪ এ পৌঁছায়। এমআই এমিরেটস ১৫৮/৯ এ থামে। সামাজিক মাধ্যমে কিছু সমর্থক ‘ফিক্সিং’–এর অভিযোগ তুললেও, ক্রিকেটবিশ্বে এটিকে ‘ট্যাকটিকাল নন-স্টাম্পিং’ হিসেবে প্রশংসা করা হচ্ছে।
পুরানের কৌশল একটি উদাহরণ হিসেবে দেখিয়েছে, কীভাবে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে কৌশলগত সিদ্ধান্ত ম্যাচ ঘোরাতে পারে।
জদি/ই