আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, শিশুসহ নিহত ৭, আহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে ৭ ফিলিস্তিনি। আহত আরও ৩২ জন। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি তেলআবিবের। 

বুধবার (৩ ডিসেম্বর) রাফায় নেতানিয়াহু বাহিনীর ওপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এ ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট ও দশ বছর বয়সি দুই শিশুও রয়েছে। 

অপরদিকে, এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 

উল্লেখ্য, অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৯১ বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি। সেইসাথে, আহত হয়েছে প্রায় সাড়ে ৯শ' জন। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft