অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে বেঁচে গেলেন রাশেদ খান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ এএম

অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে বেঁচে গেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

রাশেদ খান বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষ সবাই দোয়া করছেন। তারেক রহমান দেশে ফেরার চেষ্টা করছেন। তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের, সরকার এবং দেশের মানুষের।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft