জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ২৮.১১.২০২৫ ১০:০৮ পিএম

জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে সেই অর্থনীতি টিকবে না : আমীর খসরু

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি; কিন্তু দেশ ছেড়ে পালাইনি।

সরকারি রাজনীতির পুরনো ফরমুলা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর নানা লক্ষণ এখনো টিকে আছে। তার মতে, ‘সব শ্রেণি–পেশার মানুষ খোলা বুকে গুলি আর আগুনের বিরুদ্ধে লড়াই করেছে। ছাত্র–যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে সন্তুষ্ট নয়।’

দেশ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলে, ক্ষমতায় গেলে দেশ চালাতে পারব না। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নেই-জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির নেই, গণরুম ও টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।

আরও পড়ুন- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় : রিজভী

তিনি আরও অভিযোগ করে বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে সরকার কিছুই বাদ রাখেনি, কিন্তু জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি।

ছাত্রশিবিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় শিবির নতুন ইতিহাস তৈরি করেছে।

সরকারের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় ‘পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে’ দাবি করে ডা. শফিকুর বলেন, আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা-জামায়াতের পতাকা আমরা তাদের হাতেই তুলে দিয়েছি।

তিনি বলেন, অমুসলিম ব্যক্তিও আগামী নির্বাচনে জামায়াতের হয়ে এমপি পদে লড়াই করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   জামায়াতে ইসলামী   জামায়াত আমির  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft