যে ৫ উপায়ে বহুরূপী মানুষ চিনবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম

কেউ মিষ্টি কথা বললে খুব সহজে আমরা প্রলুব্ধ হয়ে যাই। কিন্তু কখনো ভেবে দেখেছেন, মানুষটা আদৌ সত্যি মন থেকে প্রশংসা করছে নাকি খুশি করার জন্য মিষ্টি কথা শোনাচ্ছে। মনোবিদদের মতে, বহুরূপী মানুষদের আচার-আচরণে কিছু ছোট ছোট ইঙ্গিত থাকে। প্রথমদিকে তারা খুবই বন্ধুসুলভ মনে হলেও, পরবর্তীতে আসল রূপ টের পাওয়া যায়। এই ইঙ্গিতগুলো বুঝতে পারলে আপনি মানসিক শান্তি ও আবেগ রক্ষা করতে পারবেন।

তেমনি কিছু লক্ষণ দেয়া হলো, যা দেখলে বোঝা যাবে কেউ ফেক আচরণ করছে-

খুব দ্রুত এবং অতিরিক্ত ভালো আচরণ : যারা ভালো মানুষ নিজেদেরকে কখনো লুকায় না, নিজের ওপর ভরসা রাখে। এমনকি কাউকে খুশি করতে অতিরিক্ত অভিনয় করে না এবং সম্পর্ক গড়তেও বেশ সময় নেয়। কিন্তু কেউ প্রথম থেকেই খুব বেশি মিষ্টি বা দয়ালু আচরণ করলে, সেটা ফেক হওয়ার লক্ষণ হতে পারে। হয়তো দ্রুত আপনার বিশ্বাস পেতে চাইছে বা নিজেদের আসল উদ্দেশ্য লুকাচ্ছে। অনেক সময় এ ধরনের আচরণ অন্যকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা হিসেবেও হয়।

আরও পড়ুন : অফিসে টক্সিক সহকর্মী? সামলান বুদ্ধিমত্তায়

বারবার নিজের চরিত্র বদলানো : ভালো মানুষ সব সময় একই রকম থাকে। তারা কারও কাছে ভিন্ন রূপ দেখাতে চায় না। কিন্তু বহুরূপ মানুষ কারও ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে নিজেদের আচরণ বা ব্যক্তিত্ব পাল্টায়। কারও সামনে নম্র ও ভদ্র আবার অন্য কারও কাছে আত্মবিশ্বাসী। এভাবে তারা চরিত্র পরিবর্তন করে। মনোবিজ্ঞানে একে বলা হয় ইম্প্রেশন ম্যানেজমেন্ট-অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজের আচরণ বদলানো।

সত্যিকারের আবেগ তৈরি করতে না পারা : বহুরূপী মানুষ সহজে আন্তরিক সম্পর্ক গড়তে পারে না। প্রথমে তারা বন্ধুসুলভ মনে হলেও, সময়ের সঙ্গে বোঝা যায় তাদের সম্পর্ক গভীর বা সহানুভূতিপূর্ণ নয়। মনোবিজ্ঞানে বলা হয়, এ ধরনের মানুষ প্রায়ই নিজের স্বার্থে সম্পর্ক তৈরি করে, সত্যিকারের ভালোবাসা বা যত্নের জন্য নয়।

সব সময় অন্যের সমালোচনা করা : বহুরূপী মানুষের চেনা লক্ষণ হলো-কাউকে নিয়ে গসিপ করা। অন্যের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নাটক বা সমস্যার সৃষ্টি করতে ভালোবাসে। এতে তারা নিজেদের শক্তিশালী বা গুরুত্বপূর্ণ মনে করে। যারা সবসময় অন্যের সমালোচনা করে, তারা সাধারণত নিজের অনিশ্চয়তা বা কম আত্মবিশ্বাস লুকাচ্ছে। মনে রাখবেন-যে ব্যক্তি সবসময় অন্যদের নিয়ে খারাপ কথা বলে, সে আপনার পেছনেও একই কাজ করবে। তাই এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো।

আরও পড়ুন : শীত এলেই চুলকাতে থাকে মাথার ত্বক, যেভাবে নেবেন চুলের যত্ন

বন্ধুসুলভ আচরণ করে গোপনে গোপনে প্রতিযোগিতা : বহুরূপী মানুষ অনেক সময় বন্ধুসুলভ ভান করে, কিন্তু ভেতরে তারা হিংসা পুষে রাখে। আপনার সাফল্যে খুশি হওয়ার বদলে তারা আপনাকে ছোট করার চেষ্টা করে বা নিজের সঙ্গে তুলনা করে। মনোবিজ্ঞানে একে বলা হয় কভারট রাইভেলারি-উপরে সমর্থন দেখালেও ভেতরে আপনাকে ছাড়িয়ে যেতে চাওয়া। সত্যিকারের বন্ধু একে অপরকে উৎসাহ দেয়; ফেক বন্ধু আপনার আত্মবিশ্বাস ও শান্তি ছিনিয়ে নেয়। তাই বন্ধুত্বের সময় এসব খেয়াল রাখতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft