জাহানারার অভিযোগ তদন্তের তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১:৫১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক পেসার জাহানারা আলম তার বিরুদ্ধে হওয়া যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনার পরই তদন্তের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার দুইদিন পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমকে। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখবে বিসিবির গঠিত এই কমিটি। 

আরও পড়ুন : নিরাপত্তাহীনতায় লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ আনেন জাহানারা। ২০২২ সালের ঘটনা এটি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন এই পেসার।

জাহানারার অভিযোগ নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়াও টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার। এগুলো নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফাও জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সাময়িক সমাধান করেছেন বলে অভিযোগ করেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও পাননি সমাধান। 

আরও পড়ুন : রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। সবশেষ গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ৩২ বছর বয়সী এই পেসারকে। বর্তমানে তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ নারী ক্রিকেট দল   নির্যাতন   অভিযোগ   বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft