২০২৫ শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:০৫ এএম

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস আজ এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি মারিয়া কোরিনা মাচাদোকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি। তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতি রেখেছেন।’

তিনি নোবেল কমিটির উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন, এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না; সেটিকে সর্বদা রক্ষা করতে হয়— কথায়, সাহসে ও দৃঢ়তায়।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘মিসেস মাচাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।’

তিনি বার্তার শেষে পুনরায় উল্লেখ করেন, ‘অভিনন্দন মারিয়া কোরিনা মাচাদো।’

জ/উ
সব সংশয় ধুয়েমুছে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

সব সংশয় ধুয়েমুছে গেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে যত সংশয়, সব ধুয়েমুছে গেছে। আগামী
যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস

যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিডব্লিউওটি গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, মৌসুমি বায়ু বিদায়ের আগে
স্কুল ফিডিংয়ে দুধের পাশাপাশি ডিমও যুক্ত করতে হবে: ফরিদা আখতার

স্কুল ফিডিংয়ে দুধের পাশাপাশি ডিমও যুক্ত করতে হবে: ফরিদা আখতার

দরিদ্র ছেলে-মেয়ের পুষ্টির জোগান দিতে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে বলে জানিয়েছেন মৎস্য
পুলিশের উর্ধ্বতন ৮ কর্মকর্তাকে পদায়ন

পুলিশের উর্ধ্বতন ৮ কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন উর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা সবাই উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভেনেজুয়েলা   মারিয়া কোরিনা মাচাদো   অন্তর্বর্তী সরকার   প্রধান উপদেষ্টা   অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft