দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ১০:৩৯ পিএম

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড গড়েছে। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২১৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা ছিল।

আজ শনিবার রাতে সোনার এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। 

উদ্ধারের ৪ ঘণ্টা পর ফের হ্যাকড ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৯১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভোজ্যতেলের দাম বেড়েছে, কাঁচামরিচে উত্তাপ

এর আগে ২২ ক্যারেট ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এখনো ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা অপরিবর্তিত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   স্বর্ণ   বাজুস   স্বর্ণের দাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft