উদ্ধারের ৪ ঘণ্টা পর ফের হ্যাকড ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:০৬ পিএম

ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ফের হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটে পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো পেজ হ্যাকডের বার্তা দেয় তারা। 

এরপর হ্যাকার গ্রুপটি একটি পোস্টে লিখেছে, ‘হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছে একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে, ‘পেজ হ্যাকড?’ সঙ্গে জুড়ে দিয়েছে চিন্তার একটি ইমোজি।

আরেকটি পোস্টে লিখেছে—
‘হ্যালো, প্রিয় ম্যাংগো পিপল,
আমরা আবারও প্রবেশাধিকার পেয়েছি, কারণ অনেক তথাকথিত বিশেষজ্ঞ দাবি করে যে, যদি তারা আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দেয়, তাহলে আপনার সিস্টেম কখনোই হ্যাক হবে না।
তাদের আমরা বলি: যেসব বিজনেস ম্যানেজার আমরা নিয়ন্ত্রণে নিই, সেগুলো আগেই ভেরিফাই করা থাকে। আমরা সিস্টেম ভাঙি না, আমরা সিস্টেম তৈরি করি। আর সবাই এটা মনে রাখবেন।
অনলাইনে কেউই আসলে নিরাপদ নয়। যারা সাধারণ ব্যবহারকারীদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করানোর পরামর্শ দিচ্ছে, তারাই নিজেরা হ্যাকিংয়ের শিকার হয়েছে।
তথাকথিত বিশেষজ্ঞদের কাছে আপনার নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেবেন না। নিজের সিস্টেম নিজেরাই সুরক্ষিত করুন।
আর আমাদের নাম মনে রাখুন—MS 470X। আমরা কাউকে ক্ষতি করতে আসিনি; আমরা সচেতনতা বৃদ্ধি করতে ও মানুষকে সুরক্ষা দিতে এসেছি।
আমরা সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কখনোই নিজেকে ১০০% নিরাপদ মনে করবেন না। কারণ, সবসময় আপনার চেয়ে বুদ্ধিমান কেউ না কেউ থাকে।
যদি কখনও বিশেষ কিছুতে প্রবেশাধিকার পান, সেটির অপব্যবহার করবেন না।
লল, মাই ফ্রেন্ড জুকার।’

এর আগে, শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ প্রথমবার হ্যাকড করে একটি পোস্ট দেয় হ্যাকার গ্রুপ। তবে ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পায় ইসলামী ব্যাংক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় ব্যাংকটির জনসংযোগ বিভাগ। এর কয়েক ঘণ্টা পার না হতেই আবার হ্যাকারদের কবলে পড়লো ব্যাংকটির ফেসবুক পেজ।

জ/দি
ভোজ্যতেলের দাম বেড়েছে, কাঁচামরিচে উত্তাপ

ভোজ্যতেলের দাম বেড়েছে, কাঁচামরিচে উত্তাপ

খুচরা বাজারে ভোজ্যতেলের দাম গত সপ্তাহের তুলনায় লিটারে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ৪১৫
টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা ৪ দিন বন্ধ
স্বর্ণের দামে নতুন রেকর্ড

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসলামী ব্যাংক পিএলসি   ফেসবুক পেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft