ইসলামে নারীবিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্বে দেবে বাংলাদেশ ও তুরস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৭:০৭ পিএম

ইসলামে নারীবিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও বাংলাদেশ। আগামী বছরের শুরুতে এ সম্মেলনের আয়োজন করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বৈশ্বিক ও সম্মেলনে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক, ইসলামি চিন্তাবিদ এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হবে নারী অধিকার সংরক্ষণ ও উন্নয়নে মুসলিম দেশগুলোর ইতিবাচক উদ্যোগ ও সফল দৃষ্টান্ত তুলে ধরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে দুই দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার এবং সামাজিক সেবা ও ‘কেয়ার ইকোনমি’ খাতে সহযোগিতার নতুন মানদণ্ড স্থাপন করার প্রতিশ্রুতি দেয়।

উপদেষ্টা শারমিন মুরশিদ জানান, পেশাদার নারী কেয়ারগিভার তৈরি এবং স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারে তাদের দক্ষতা কাজে লাগাতে তুরস্ক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।

এ ছাড়া তিনি জানান, তিনি সমাজকল্যাণ বিষয়ক দায়িত্বও পালন করছেন, ফলে এই অংশীদারিত্ব সামাজিক সেবা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উভয় দেশই নারী প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ সিইডও অনুমোদন করেছে। এ প্রেক্ষাপটে, মুসলিম সমাজে নারীর অর্জন, চ্যালেঞ্জ ও অগ্রগতির অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেছে।

জ/উ
আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : আইজিপি

আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত, পলাতক ও
চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, ২০২৫ সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে। যা আগামী
এলডিসি উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

এলডিসি উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের লক্ষ্যে সহায়তা প্রদান করবে
কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়: প্রধান উপদেষ্টা

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক ‘গুরুত্বপূর্ণ সময়’ অতিক্রম করছে বলে জানিয়েছেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft