অবৈধভাবে সমিতির অর্থ আত্মসাৎ ও বাড়ি লিখে নেয়ার প্রতিবাদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ১০:০৭ পিএম

রাজধানীর মিরপুরের ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের ৪ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৫’শ টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং গত ২০০৯ সালে সমিতির সদস্যদের কেনা মিরপুরের শাহআলী থানা এলাকার ১-৮ এভিনিউয়ের ১-বি হোল্ডিংসের বাড়িটি অবৈধভাবে আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে থেকে নিজের স্ত্রীর নামে লিখে দিয়েছে ফ্যাসিস্ট দলের নেতা আব্দুল লতিফ দেওয়ান। ক্ষমতার পটপরিবর্তনের পরও তারা সমিতির মোটা অংকের অর্থ ও বাড়িটি ফিরিয়ে দিচ্ছে না। বরং তারা বিভিন্নভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে সমিতির টাকা ও বাড়ি উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

এসময় উপস্থিত ছিলেন, ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মালেক মাদবর, সহ সভাপতি মো. ইসহাক জোমাদ্দার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন রনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আয়েশা বেগমসহ সাধারণ সদস্যরা।

লিখিত বক্তব্যে সংগঠনের বর্তমান নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, সরকারের স্থানীয় সরকার, পল্লী বিভাগের নিবন্ধিত ও বহুল আলোচিত একটি অরাজনৈতিক সমবায় প্রতিষ্ঠান ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-১৫৬, তারিখ ২০/০৮/১৯৮৪ইং)। গত ২০২২ সালের ২৮ এপ্রিল ছিন্নমূল বণিক সমবায় সমিতির লিমিটেডের ৬ (ছয়) সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৯ এপ্রিল নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ২৭ এপ্রিল ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমিতির সদস্যরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন ও সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিধি মোতাবেক ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত না হওয়া পর্যন্ত সমূহ বিপদের আশংকায় সার্বিক পরিস্থিতি উত্তরণের জন্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত আইন ২০০৯, ২০১৩ পর ২০২০)-এর ১৮(৫) ধারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসার বরাবরে আবেদন করার প্রেক্ষিতে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো. আইন উদ্দীনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শককে সদস্য করে ছয় সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন। আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব অর্পণের নির্দেশনা প্রদান করেন। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত নির্বাচন করার নির্দেশনা অব্যাহত রাখেন।

শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

তিনি আরও জানান, বিধি মোতাবেক নির্বাচনের ৬০ দিন পূর্বেই নির্বাচন বিজ্ঞপ্তি, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিটি গঠন, চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন, নির্বাচন তফসিল জারীকরণ, তফসীল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই ইত্যাদি সম্পন্ন করি। এ সকল প্রক্রিয়ায় সমিতির সম্পদ আত্মসাৎকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগের সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের একান্ত সহকারী ছাত্র হত্যা মামলার আসামী আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান ও সমিতির অর্থ ও সম্পদ লুণ্ঠনকারী আব্দুল লতিফ দেওয়ান ও বাতিল হওয়া সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে নির্লিপ্ত থাকেন এবং কমিটি বাতিলের অপপ্রয়াস চালাচ্ছে। আমরা সমিতির সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অবৈধ কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে আত্মসাৎ করা টাকা ও অবৈধভাবে লিখে দেয়া বাড়িটি ফেরত পেতে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   রাজধানী   অর্থ আত্মসাৎ   স্বরাষ্ট্র উপদেষ্টা   আইন উপদেষ্টা   ডিআরইউ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft