প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:৫২ এএম

ঢাকার বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে সেটা ইনফরমাল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা নিয়ে তারা (দূতাবাস) সরকারকে কিছু জানিয়েছে কি না বা সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে, সেটা ইনফরমাল। আর কী ব্যবস্থা নিচ্ছে সেটা যদি আসলেই সিকিরিউটি সংক্রান্ত হয়ে থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো বলতে পারবে।
উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি এমনকি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।