ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৩৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হলের রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। জালাল আহমেদ ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ রয়েছে, রুমে ঢুকে রুমমেট মো. রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জালাল। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর জালাল নিজ কক্ষে আটকে থাকেন। পরে শিক্ষার্থীদের প্রতিবাদ ও স্লোগানের মধ্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ সময় হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে তাৎক্ষণিভাবে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানান, এমন নৃশংস ঘটনার জন্য জালালকে মুহূর্তেই হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিল ও থানায় মামলা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।’

জ/উ
আফ্রিদির ‘ভয়ংকর’ চরিত্রের বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী

আফ্রিদির ‘ভয়ংকর’ চরিত্রের বর্ণনা দিলেন তারই বন্ধু তানভীর রাহী

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী তানভীর রাহী তার অতীত
রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের’ অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে
আওয়ামী লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা মো. আল-আমিনকে (৪১) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা বিশ্ববিদ্যালয়   কেন্দ্রীয় ছাত্র-সংসদ নির্বাচন   পুলিশ   বিশ্ববিদ্যালয় প্রশাসন   শাহবাগ থানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft