আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্কোয়াড প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০ বছর বয়সী আইমান ফাতিমা প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তার সঙ্গে আরও ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন-নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহ।
দলটির অধিনায়ক করা হয়েছে ফাতিমা সানাকে এবং সহ-অধিনায়ক মুনীবা আলি।
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬-২২ সেপ্টেম্বর লাহোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এবং ২৯ আগস্ট থেকে শুরু হবে ১৪ দিনের প্রস্তুতি ক্যাম্প।
বিশ্বকাপ ভারতে হলেও রাজনৈতিক বিরোধ থাকা পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলংকার কলম্বোতে। ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা।