খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৩:৫৮ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সন্ধ্যায় ‘ফিরোজা’য় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ইসহাক দারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় ৪৫ মিনিট ফিরোজায় অবস্থান করেন ইসহাক দার। পরে এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ছয় সদস্যের প্রতিনিধিদল। তারা পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দেশের জনগণের পক্ষ থেকে তাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে তারা আমার (চেয়ারপারসনের চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন।

জাহিদ হোসেন আরও বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। কেমন আছেন বা কেমন চলছে এসব কথাই হয়েছে। কিন্তু শারীরিক অবস্থা নিয়েই তারা কুশল বিনিময় করেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে তিনি সে দেশের বন্যা প্রসঙ্গেও জানতে চেয়েছেন। সার্কের ব্যাপারে তারাও যেমন বলেছেন, খালেদা জিয়াও স্মৃতিচারণ করেছেন।

এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ীর কমিটির এই সদস্য বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করা যায়, একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে-সে ব্যাপারে কথা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। কাজেই এর মধ্যে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়েও আলোচনা হয়েছে।

জ/উ
বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিয়ানমার থেকে পালিয়ে
রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট সমাধানে পথ খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনেই হাতাহাতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৪

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   খালেদা জিয়া   পাকিস্তান   উপপ্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী   ইসহাক দার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft