আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:২৩ পিএম

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে জানা গেল কবে দেশটিতে আসবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে খেলতে যাবে বলে নিশ্চিত করেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তিতে ভারত সফরের দিনক্ষণ জানিয়েছে।

বিবৃতিতে এএফএ লিখেছে, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।’

ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও আর্জেন্টিনা দলের ভারত সফরের খবর নিশ্চিত করেছেন। তবে রাজ্যের কোন শহরে ও কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন মেসিরা, তা এখনও চূড়ান্ত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্তিনেজদের ভারত সফরের সূচি।

আর্জেন্টিনা দলের সফরের পর ব্যক্তিগতভাবেও ভারতে যাওয়ার কথা মেসির। এ বছরে ডিসেম্বরে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ সফর করার সম্ভাবনা রয়েছে তার। এই সফরে আর্জেন্টাইন কিংবদন্তির কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘোরার কথা। কোন শহরে কোন অনুষ্ঠানে মেসি অংশ নেবেন সেটিও প্রায় চূড়ান্ত।

২০২৬ ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলবিসেলেস্তেরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল দুই দলেরই ২৫ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সব দল সমান ১৬টি করে ম্যাচ খেলেছে।

বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এটিই হতে পারে ঘরের মাঠে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দল। 

জ/উ
ভারতের কাছে হারের স্বাদ পেল বাঘিনীরা

ভারতের কাছে হারের স্বাদ পেল বাঘিনীরা

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পথ হারাল বাংলাদেশের মেয়েরা। তারা প্রতিপক্ষ ভারতের
বায়ার্নের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার পর্দা উঠছে আজ রাতে

বায়ার্নের ম্যাচ দিয়ে বুন্দেসলিগার পর্দা উঠছে আজ রাতে

ইউরোপের সেরা পাঁচ লিগের তিনটি- ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও স্প্যানিশ লা লিগার
রিয়ালের নতুন প্রকল্প হাতে নিয়েছে জাবি আলোনসো

রিয়ালের নতুন প্রকল্প হাতে নিয়েছে জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদে নতুন প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন জাবি আলোনসো। গ্রীষ্মকালীন দলবদলে তার বেশিরভাগ চাহিদাই
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। টিকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আর্জেন্টিনা   বিশ্বকাপ   চ্যাম্পিয়ন   ফুটবল   যুক্তরাষ্ট্রে   ব্রাজিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft