ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট এ বছরের মধ্যেই : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৫২ এএম

চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সফররত দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন বাংলাদেশে যোগাযোগের বিষয়ে পাকিস্তানি ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ রয়েছে। আকাশ পথ ছাড়া এটি সম্ভব নয়। চলতি বছরের শেষনাগাদ সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে চেষ্টা করা হবে।

শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের মধ্যে ভিসা সহজ করা হয়েছে, ফলে আগ্রহীরা অনলাইনে সহজে ভিসা নিতে পারবেন।

জাম কামাল বলেন, সরাসরি ফ্লাইট শুরু হলে মানুষে-মানুষে যোগাযোগ, ব্যবসায়িক সংযোগ, পণ্য পরিবহনসহ নানা বিষয়ে সুবিধা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে রোববার চুক্তি সই হবে। এই গ্রুপ যৌথভাবে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করবে-কোন খাতে নজর দেওয়া হবে, কোথায় বিনিয়োগ ও রপ্তানি-আমদানির সম্ভাবনা আছে, তা নির্ধারণ করা হবে।

জাহাজ চলাচল প্রসঙ্গে তিনি বলেন, আমরা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিচ্ছি। চাল, গমসহ নিত্যপণ্য সরাসরি আদান-প্রদান হলে উভয় দেশের জন্যই উপকারী হবে। এতে সময় ও খরচ দুটোই বাঁচবে।

সম্পর্কোন্নয়নে দুদেশের যৌথ উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের ১০টির বেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে পাকিস্তানে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী নভেম্বরে ফুড এক্সপো। বছরে আমাদের ছয়-সাতটি ফ্ল্যাগশিপ এক্সপো হয়। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ নিতে পারেন।

জ/উ
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন।
তেইশটি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ’ সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে

তেইশটি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ’ সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বিত খসড়া নিয়ে এখন পর্যন্ত তেইশটি রাজনৈতিক দল
২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে ইসির নির্দেশ

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে ইসির নির্দেশ

আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন নির্ধারণে কমিটি

সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন নির্ধারণে কমিটি

সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি,

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   পাকিস্তান   বিনিয়োগ   রপ্তানি   বাণিজ্যের রোডম্যাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft