নথি গায়েবে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, দুদকের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:০৪ পিএম

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সংস্থাটির কমিশন এ মামলার অনুমোদন দেয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন।

অনুমোদিত মামলার আসামিরা হলেন- কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে ধামশুর ইকোনমিক জোন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিপরীতে কর দাবির পরিমাণ নির্ধারণ হয়েছিল মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। কিন্তু কর্মকর্তা বদলির পর নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মূল নথিতে কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও পরিমার্জন করেন। এতে কর দাবির পরিমাণ যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফলে বিপুল রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে দেওয়া হয়, যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি।

গত ৯ জুলাই এনবিআরের কর অঞ্চল-৫ থেকে নথি গায়েবের ঘটনায় দুদক এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে কর ফাঁকি ও নথি গায়েবের অভিযোগের সত্যতা মেলে। এরপরই এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু হয়।

দুদক সূত্র বলছে, প্রভাব খাটিয়ে বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার এই ঘটনা প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। দেশের রাজস্ব খাতকে সুরক্ষিত রাখতে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইন আদালত   দুদক   এনবিআর   জাতীয় রাজস্ব বোর্ড   মামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft