বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
 

কালীগঞ্জে হতদরিদ্রের ইজিবাইক চুরি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। 

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান খেকন। 

মিজানুর রহমানের বলেন, প্রতিদিনের মত বৃহষ্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন। ওই রাতে ১২ টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি। আজ শুক্রবার সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোজ করেও ইজিবাইকটির সন্ধান পায়নি। উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft