প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:১২ অপরাহ্ন

নেত্রকোণার মোহনগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে আজ (২১ এপ্রিল) রোজ সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপরপাস হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মির্জা সায়েম মাহমুদ, পিপিএম পুলিশ সুপার নেত্রকোণা।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে চুরি, মাদক,হত্যা মামলা ও শহরের যানজটের ওপরে বিস্তর আলোচনা হয়।
এতে বক্তব্য রাখেন- বিএনপি উপজেলা শাখার আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ টিপু সুলতান, উপজেলা সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম রুহুল আমিন নগরী,উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মোখলেছুর রহমান, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল আরিফ জুয়েল, সাংবাদিক শ্যামর চৌধুরী, সাংবাদিক মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ হাসান খান।