প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে ভ্রমণ করা চারজন যাত্রীই নিহত হয়েছেন।
গতকাল শনিবার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ।
ইলিনয়ের কোলস কাউন্টির করোনার এড শ্নিয়ার্স বলেন, “নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ ছিলেন। তবে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত আরও বিস্তারিত জানানো যাচ্ছে না।
দেশটির ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ই-মেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা সি১৮০জি উড়োজাহাজটি সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলা নামক একটি জনপদের কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছিল।
অঙ্গরাজ্যেটির গভর্নর জেবি প্রিটজকার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।”