শনিবার ১০ মে ২০২৫ ২৭ বৈশাখ ১৪৩২
 

ক্যারিবিয়ানদের ২২৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ২২৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগ্রেসরা। ৯ বলে মাত্র ৬ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সোবহানা মোস্তারি। তবে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে রাত তুলতে থাকেন ফারজানা হক।

দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি ফারজানা। ৭৮ বলে ৪৭ রান করে আউট হন তিনি। কিন্তু ৫৭ বলে ফিফটি তুলে নেন শারমিন।

ফারজানার বিদায়ের পর নিজেকে ধরে রাখতে পারেননি এই ব্যাটার। ৭৯ বলে ৬৭ রান করে বোল্ড আউট হন শারমিন। এতে ছন্দ হারায় বাংলাদেশ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জ্যোতিও।

১০ বলে মাত্র ৫ রান করে টাইগ্রেস অধিনায়ক। ১০ বলে ৬ রান করে তার দেখানো পথে হাঁটেন স্বর্ণা আক্তারও। অপর প্রান্ত থেকে দলের হাল ধরার চেষ্টা করেন রিতু মনি। তবে ২৬ বলে ১৫ রান করে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। 

এরপর উইকেটে মিছিলে যোগ দেন ফাহিমা খাতুন ৯ রান এবং জান্নাতুল ফেরদৌস (৪)। শেষ দিকে লড়াই করতে থাকেন নাহিদা আক্তার। ৩৯ বলে ২৫ রান করে ৫০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত রাবেয়া খানের অপরাজিত ২৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আলিয়া অ্যালেইন। হেইলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন চিনেল হেনরি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft