শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
 

খুলনায় টোলমুক্ত রূপসা ঘাটের দাবিতে মানববন্ধন
খলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

টোলমুক্ত রূপসা ঘাটের দাবিতে পূর্ব রূপসা ঘাট এলাকায় ঘাট ব্যবহারকারী সর্বস্তরের জনগণ শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ব্যস্ততম রূপসা ঘাট টোলমুক্ত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রূপসা কলেজ, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসা, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান প্রিন্টিং প্রেস, বাগমারা বাজার বণিক সমিতি, নৈহাটী কালিবাড়ি বাজার বনিক সমিতি, পূর্ব রূপসা বাজার বণিক সমিতি, ইলাইপুর বাজার বনিক সমিতি, কাজদিয়া বাজার বণিক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করেন। 

মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা ও বিআইডব্লিউটিএ য়ুগ্ম-পরিচালক দপ্তরে স্নারকলিপি প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft