শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 

নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের দাম বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

নতুন শিল্প কারখানার জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বেড়েছে। এখন থেকে নতুন শিল্প সংযোগের জন্য প্রতি ঘনমিটারে ৪০ টাকা পরিশোধ করতে হবে, যা বর্তমানে ৩০ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ আজ রোববার কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন।

একইসঙ্গে ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণির ক্ষেত্রে গ্যাসের দাম একই হারে বাড়ানো হয়েছে। ক্যাপটিভ বিদ্যুৎ গ্রাহকদের প্রতি ঘনমিটারে ৪২ টাকা দিতে হবে, যা বর্তমানে ৩১ টাকা।

ক্যাপটিভ শ্রেণির গ্রাহক বলতে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বোঝায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদ্যমান গ্রাহকদের মধ্যে যারা অনুমোদিত লোডের বাইরে গ্যাস ব্যবহার করবেন, তাদেরকেও অতিরিক্ত ব্যবহারের জন্য নতুন ট্যারিফ দিতে হবে।

তাছাড়া যারা নতুন সংযোগের জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছেন, তাদের অনুমোদিত লোড বাবদ বিদ্যমান হারে ৫০ শতাংশ বিল পরিশোধ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   গ্যাস   দর বৃদ্ধি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft