বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ২৫ বৈশাখ ১৪৩২
 

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে খুলনা পাবলিক কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচি পালন করে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ছুটির পর খুলনা পাবলিক কলেজের প্রধান ফটক হতে খুলনা সরকারি মহিলা কলেজে মোড় হয়ে বয়রা বাজার মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কলেজ এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে কী কী করা যেতে পারে, সেই কাজগুলো করা উচিত।‌ এই উদ্যোগ বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম দেশকে শীঘ্রই নেওয়া উচিত। একইসঙ্গে আমাদের সবার উচিত ইসরায়েলের পণ্য বর্জন করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft