শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
 

শ্রম আইন মান্যতা ছাড়া পোশাক শ্রমিক ছাঁটাই নয়: সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে আরএমজি খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, শ্রম আইন অনুসরণ ছাড়া পোশাক শ্রমিক ছাঁটাই করতে পারবে না মালিকপক্ষ।

সচিব বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হবে।

সভায় জানানো হয়, টিএনজেড লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিতে অতিরিক্ত সচিবের (শ্রম) নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), শ্রমিক প্রতিনিধি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য রয়েছেন।

কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিশোধে ব্যর্থ হলে টিএনজেড লিমিটেডের মালিক ও প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft