সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 

কাপাসিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর। আজ রোববার (২৩ মার্চ ) সকাল ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আমির হোসেন (৩২) গ্রেপ্তার করা হয়। 

সে মাসক এলাকার রমিজ উদ্দীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম।  

জানতে চাইলে তিনি বলেন, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুরের কামড়া মাসক এলাকায় অভিযান পরিচালনা করেন। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ঐ টিম সকাল ৮টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মো. আমির হোসেন কে আটক করে। এ-সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft