বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন-এর এক যৌথ সভা বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন-এর মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কমিশনার কামাল আহমেদ একজন বিদেশী নাগরিক। তিনি একটি চিহ্নিত পত্রিকার এজেন্ডা বাস্তবায়ন ও মালিক পক্ষের স্বার্থ রক্ষায় একপেশে কাজ করে যাচ্ছেন, যা সংবাদপত্র শিল্পের অগ্রগতিকে চরমভাবে বাধা সৃষ্টি করবে। সভায় গণমাধ্যম সংস্কার কমিশন ভেঙ্গে দিয়ে অবিলম্বে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠন ও শ্রমিক-কর্মচারীদের ১১ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশন বাতিলের দাবিতে আগামী ১৭ মার্চ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া সভায় সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং চাকরিতে হয়রানি বন্ধ, বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস প্রদানের দাবি জানানো হয় ।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো, জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান, বেলায়েত হোসেন প্রমুখ ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft