শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

লঘুচাপের প্রভাবে লক্ষ্মীপুরে শিলাবৃষ্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

দক্ষিন বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে পৌর শহর ও সদর উপজেলার জকসিন, হাজিরপাড়া, মান্দারী, বটতলী, চন্দ্রগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ব্যাপক হারে শিলা পড়ে। তবে বৃষ্টির সঙ্গে শীত অনুভূত হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। 

সদর উপজেলার হাজিরপাড়া বাজারের স্থানীয় হরিপদ মজুমদার জানান, দীর্ঘদিন পর হঠাৎ করেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে এখানে শিলাও পরেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে কুমড়া, লাউ ও টমেটোসহ রবিশস্যের ক্ষতি হতে পারে।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে জেলার বিভিন্ন স্থানে শিলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দীর্ঘায়িত হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft