শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

জেলার কাশিয়ানি উপজেলায় সাম্পান রেস্টুরেন্টের নিকটে ঢাকা-খুলনা মহাসড়কের উপর ফাল্গুনী পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ওই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 

নিহত কাভার্ড ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে; কাশিয়ানি থানার এসআই মো: হারুন বলেন, কাশিয়ানি উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় বাসযাত্রীদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে কাশিয়ানি উপজেলা হাসপাতালসহ গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কয়েকজনকে খুলনায় রেফার করা হয়েছে। 

গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তারা হলেন- শফিকুল ইসলাম (৬৮),শাহীনুর বেগম(৩৯) ও শাহ আলম (৫০)। তাদের বাড়ী খুলনায় বলে জানিয়েছেন। 

আহত ৩ ব্যক্তি জানায়, তারা ফাল্গুনী পরিবহনের যাত্রী ছিলেন। তাদের বহনকারী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft