শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে এক হাজার বসতি স্থাপন করবে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে আরও প্রায় ১,০০০টি বসতি নির্মাণের জন্য একটি দরপত্র ঘোষণা করছে ইসরাইল। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বসতি স্থাপনবিরোধী একটি নজরদারি সংস্থা ‘পিস নাউ’ এ তথ্য জানিয়েছে। 

পিস নাউ জানিয়েছে, ৯৭৪টি নতুন আবাসন ইউনিট নির্মাণের ফলে ইফরাত বসতির জনসংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে এবং নিকটবর্তী ফিলিস্তিনি শহর বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে।

সংস্থাটির বসতি স্থাপন পর্যবেক্ষণের নেতৃত্বদানকারী হাগিট অফরান বলেছেন, চুক্তি ও অনুমতি দেওয়ার পরে নির্মাণ কার্যক্রম শরু হবে। এর জন্য কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল গাজা ও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে নেয়। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত রাষ্ট্রের জন্য তিনটি অঞ্চলই চায়।  তবে তারা ইসরাইলের বসতি স্থাপনকে শান্তির পথে একটি বড় বাধা হিসেবে দেখে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়েছেন।  গণতান্ত্রিক প্রশাসনের সময় ইসরাইলও বসতি স্থাপন ধারাবাহিকভাবে সম্প্রসারণ করেছে। 

ডেইলি সাবাহ জানায়, ইসরাইল পশ্চিম তীরজুড়ে ১০০টিরও বেশি বসতি স্থাপন করেছে। যার মধ্যে রয়েছে পাহাড়ের চূড়া থেকে শুরু করে ছোট শহর ও শহরতলির মতো সম্পূর্ণ উন্নত এলাকা। সেখানে অ্যাপার্টমেন্ট ব্লক, মল এবং পার্ক রয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে ৫ লাখেরও বেশি বেশি বসতি স্থাপনকারী বাস করে।  বসতি স্থাপনকারীদের ইসরাইলি নাগরিকত্ব রয়েছে।  অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে সামরিক শাসনে বাস করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft