শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক শহিদুল ইসলাম হিরণ
রাজবাড়ী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

রাজবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) সাধারণ সভা ও নির্বাচন গতকাল শনিবার রাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আগামী দুই বছরের জন্য ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজ ২৪.কম ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন ও নিউ নেশনের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম হিরন।

অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন (সম্পাদক দৈনিক মাতৃকণ্ঠ), সহ-সভাপতি এম মনিরুজ্জামান (আরটিভি ও দৈনিক নয়াদিগন্ত) ও কামরুন্নাহার (দৈনিক ঢাকার ডাক), সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন) ও মোঃ সাজিদ হোসেন (এসএ টিভি), অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন আবুল কালাম (দৈনিক সোনালী বার্তা) ও মহিলা সম্পাদিকা হাফিজা খাতুন (দৈনিক মাতৃভাষা)।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ১৭জন সদস্যের মধ্যে ১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) এটিএম রফিক উদ্দিন। নতুন এই কমিটি আগামী ২০২৫-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft