রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

আয়নাঘরের অভিজ্ঞতা জানালেন তসলিমা নাসরিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

আয়নাঘর নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় বিরোধীদের গোপনে ধরে এনে এই ছোট্ট ঘরে আটকে রেখে চালানো হতো মধ্যযুগীয় নির্যাতন। 

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেন। পরিদর্শনের ছবি প্রকাশিত হলে শুরু হয় তুমুল আলোচনা।

এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ভারতে অবস্থান করা লেখক তসলিমা নাসরিন। ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।

তসলিমা নাসরিন লিখেন, ‘অনেকে আয়নাঘর দেখে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না, আয়নাঘরে শাওয়ার থাকবে কেন, হাই কমোড থাকবে কেন, ঘুলঘুলি থাকবে কেন। আমার কিন্তু সন্দেহ হয় না। আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে, তার কোনও কথা নেই। আয়নাঘরগুলোর কোনও নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি ফাইভস্টার হোটেলের রুমও হতে পারে।’

আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে- উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠিসোটা বা চাবুক দিয়ে পেটানো হয়, তা নয়। ইলেকট্রিক শক দেওয়া হয়, তা-ও নয়, নাৎসিদের মতো গ্যাস চেম্বারে ঢোকানো হয়, তা নয় কিন্তু। আয়নাঘরে বাস করলে তুমি কী খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কী বলবে, কখন ঘুমোবে, কী পড়বে, কী ভাববে, কী দেখবে,  ইত্যাদি তুমি নও, নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে।’

সবশেষে তসলিমা নাসরিন লিখেন, ‘মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এ নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপস না করো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft