শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

জনগণের সেবা-কল্যাণ ছাড়া ডিসিদের আর কোনো কাজ নাই: আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ডিসিদের ব্যবহার করেছে।

তিনি বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে আমরা যদি ইতিবাচকভাবে তাদের কাজে লাগাই জনগণকে সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষাসেবা প্রদান করার জন্য এবং ওই ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু রাজনৈতিক দিকনির্দেশনাটা থাকে না।'

আসিফ নজরুল আরও বলেন, 'আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি এটিকে যেন জনগণের নিপীড়নের জন্য ব্যবহার করার কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগানো হয়।'

জনগণকে সেবা দিতে কী ফর্মুলা দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে যা আছে নীতিমালায় যা আছে সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের (ডিসি) আর কোনো কাজই নাই। কাজেই আমাদের শুধু একটা কথাই বলতে হয় আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন।'

আইন উপদেষ্টা বলেন, 'তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft