মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে আসার পর মাত্র ১০ মিনিটেই পাওয়া যাবে বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসা।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিশ্বের অনেকগুলো দেশ অন অ্যারাইভাল ভিসা পায়। এ ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময়ও লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা চালু হলে সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ভিসা পেতে বিদেশিরা নিজেই আমাদের অনলাইনে আবেদন করবেন এবং যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। তারা কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখানোর পর ডলারে পেমেন্ট করলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এ সিস্টেমই আজ চালু হলো। এ ভিসার মেয়াদ থাকবে এক মাস।

তিনি আরও বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যতটুকু সময় লাগে, শুধু সেটাই ব্যয় হবে। ভিসার পেমেন্ট কার্ড এবং ক্যাশে করা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সহজে পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যেনো আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় তার জন্য চেষ্টা করছি। তবে ভেরিফিকেশন বাদ দেওয়ার চেষ্টাই বেশি থাকবে আমাদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft