রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িটি থেকে ধোঁয়া উড়ছিল। ভেতরে আগুন জ্বলছিল। তবে দমকল বাহিনীর কর্মীদের দেখা যায়নি।

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন তিনি। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তবে শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft