শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭০ সদস্যের পদত্যাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৩ সদস্যের কমিটির ১৭০ জন পদত্যাগ করেছেন। কমিটির বেশির ভাগ সদস্য পদত্যাগ করায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি অবহিত করেন।

শিক্ষার্থীরা জানান, যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ না করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই কমিটির বেশির ভাগ সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। 

গত ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ এ পদে আরও রাখা হয়েছে ২৩ জনকে। চাঁদপুর সরকারি কলেজের সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জুবায়ের ইসলাম আসিফসহ যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে আরও ২৫ জনকে। মুখ্য সংগঠক একজন, যুগ্ম মুখ্য সংগঠক একজন, সংগঠক ৫৭ জন, মুখপাত্র একজন, সিনিয়র সহমুখপাত্র একজন, সহমুখপাত্র তিন জন ও ১০১ জনকে সদস্য করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্থান পেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft