শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৮ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে সাবেক এমপি শিমুলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার(৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় ওই বাড়িতে ভাংচুর ও আগুন দেয় শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার রাতে মাইকে ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের শিক্ষার্থীরা নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ডুপ্লেক্স বাড়িতে গিয়ে ভাংচুর করে। এসময় বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন দেয়। পরে মিউজিকের সঙ্গে নাচতে দেখা গেছে তাদের। এসময় শিক্ষার্থীরা আওয়ামীলীগ বিরোধী নানা স্লোগান দেন।

উল্লেখ্য, গত (৫ আগস্ট) সোমবার বিকেল শহরের কান্দিভিটুয়া এলাকায় সাবেক সংসদ সদস্য শিমুলের বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। 

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়েছি, তবে ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেও না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft