বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২ মাঘ ১৪৩১
 

বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, এলাকাবাসীর প্রতিবাদ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারি আখ্যা দিয়ে দুটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

গতকাল বিকেলে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কড়িহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক ব্যক্তি অংশ নেয়। দুইটি জাতীয় দৈনিকে 'বিএনপি-যুবদল নেতাদের শাস্তি দাবি গ্রামবাসীর' শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। 

কড়িহাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার বা মাটি কাটায় তিনি, তাঁর দল বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া পত্রিকাগুলোতে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। 

কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন বলেন, করিহাতা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী মাটিকাটা, চাঁদাবাজি, দখলদারি ও মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত নয়‌। যারা মানববন্ধন করেছে তারা নিজেরাই সন্ত্রাসী। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি। 

কড়িহাতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম বাদল জানান, কড়িহাতা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ভিত্তি খুব মজবুত। তাই আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসরা বিএনপি নামধারী কিছু লোকজনকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 

স্থানীয় সাইফুল মাস্টার ও হালিম বিএনপির নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন তিনি। 

কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, রহিমসহ আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা নবাগত কিছু লোকজন পুরনো কমিটিকে ভেঙে দেওয়া জন্য এবং নতুন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার জন্য ষড়যন্ত্র করছে। প্রকাশিত সংবাদটি বিএনপি নেতাকর্মীদের সম্মানহানির জন্য করা হয়েছে। বিএনপির যেসব নেতাকর্মী অসত্য তথ্য প্রকাশে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

প্রতিবাদ সমাবেশ কড়িহাতা ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. বেলায়েত হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশ নেয়। তারা গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কয়েকজনকে ফোন করলে তারা রিসিভ করেননি। পরে কড়িহাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম জানান, তারা যে অভিযোগ করেছেন সব সত্য। আজকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যেসব দাবি করা হয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ জানান, অভিযোগ গুলো খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যারা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft