বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২ মাঘ ১৪৩১
 

খুলনায় পুলিশের তালিকাভুক্ত ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিতুসহ ৪ সন্ত্রাসী‌কে গ্রেপ্তার করেছে নগর গো‌য়েন্দা পু‌লিশ। আজ মঙ্গলবার সকালে নগরীর সঙ্গীতা সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন জানান, তালিকাভুক্ত এসব সন্ত্রাসী‌কে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আজ তা‌দের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজী, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে। যার মধ্যে ১টি মামলায় সে যাবৎজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft