সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

বাংলাদেশের ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ জাম্বিয়া। এজন্য বাংলাদেশকে সেখানে একটি ওষুধ কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বৈঠকে উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।

এ সময় জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

এছাড়া জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাষ্ট্রদূত পার্সি পি চন্দর মধ্যে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft