সোমবার ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
 

প্রযোজক ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক-নির্মাতা মো. ইকবাল হোসেন জয়। এ তথ্য নিশ্চিত করেছে ইকবালপুত্র সুনান।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। দুই দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় নিয়ে যাওয়া যাবে। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।

‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। অর্থলগ্নি করার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। এরপর পরিচালনায় নাম লেখিয়ে নির্মাণ করেছেন ‘কিলহিম’, ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা। এই নির্মাতার নির্মাণাধীন রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’ নামের সিনেমা দুটি। চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft