প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১০:০০ অপরাহ্ন
প্রথম সিজনের সফলতার পর মানি হাইস্ট ভক্তরা বার্লিনের দ্বিতীয় সিজনের জন্য বেশ উচ্ছ্বসিত ছিলেন। তাদের উচ্ছ্বাসটা আরও বাড়ল ২০২৫ সালের শুরুতে নতুন সিজন আসার ঘোষণা শুনে। প্রথম সিজনের সফলতার পর আন্দ্রেস ডি ফনোলোসা (বার্লিন) চরিত্রটি পরবর্তী সিজনের জন্য আকর্ষণীয় এক পটভূমি অনুসন্ধান করেছিল।
এরই পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্স ‘বার্লিন সিজন ২’ এর শুটিং শিগগির শুরু হওয়ার কথা নিশ্চিত করেছে। এই প্রত্যাশিত সিক্যুয়েলটি দিয়ে বার্লিন তার অপরাধ সাম্রাজ্যের জগতে আরও গভীরে প্রবেশ করতে চলেছে। ২০২৫ সালের ২৩ জানুয়ারি নেটফ্লিক্স নিশ্চিত করেছে এরই মধ্যে সিজন-২ এর আটটি এপিসোডের শুটিং শুরু হয়ে গেছে।
তবে আনুষ্ঠানিকভাবে এর মুক্তির তারিখ এখনো নিশ্চিত হয়নি। এমনকি চলতি বছর সিজন ২ মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। ২০২৬ সালকে সিরিজটির মুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিজন ২-এ পূর্বের অভিনেতারাই ফিরে আসতে চলেছেন। জানা যায়, পেড্রো আলোনসো বার্লিন চরিত্রে তার আইকনিক ভূমিকায় আবারও অভিনয় করবেন। মিশেল জেনার কাইলা চরিত্রে।
পাশাপাশি বার্লিন সিজন ১ থেকে অন্যান্য চরিত্রও এই সিজনে ফিরে আসবে যেমন, ট্রিস্টান উলয়া (ড্যামিয়ান), বেগোনা ভার্গাস (ক্যামেরন), জোয়েল সাঞ্চেজ (ব্রুস), এবং পেনা ফেরান্দেজ (রই)। এ ছাড়াও নতুন কিছু মুখ আসবে বার্লিন সিজন ২-এ।
তারা হলেন ইনমা কুয়েস্তা (কান্ডেলা), জোসে লুইস গার্সিয়া পেরেজ ও মার্তা নিতোসহ আরও অনেকে। বার্লিন সিজন ২ ভক্তদের নতুন এক উত্তেজনাপূর্ণ স্থানে নিয়ে যাবে। নেটফ্লিক্সের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিজটির শুটিং মাদ্রিদ, সেভিলা, এবং সান সেবাস্তিয়ানসহ বিভিন্ন দেশের কিছু অন্যতম আইকনিক শহরে হয়েছে, যা নাটকীয় অ্যাকশনের জন্য নতুন পরিবেশ যোগ করবে।