মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
বোবার কোনো শত্রু নাই, তাই ভালো চুপ থাকাই: চমক
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরব ছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আন্দোলনের পর থেকে সরকার গঠনের বিভিন্ন বিষয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 


পাশাপাশি সমালোচনায় মেতেছেন বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের। সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংগঠিত হওয়া নৈরাজ্যের ঘটনায় এই দলটিরই দায় দেখেছেন অভিনেত্রী। 

তবে সম্প্রতি সময়ে কিছু বিষয় যেন হতাশ করেছে চমককে। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।’


আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, অতপর মা বুঝাইয়া কহিলো, ‘বোবার কোনো শত্রু নাই, তাই ভালো  চুপ থাকাই।’


এরপর কিছুটা আক্ষেপ প্রকাশ করে চমক বললেন, ‘দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!’

চমকের সেই পোস্টে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন, অন্তবর্তীকালীন সরকারের নানা উদ্যেগে হতাশ হয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, আন্দোলনের উদ্দেশ্য এখনও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। 

যদিও অভিনেত্রী সেসব মন্তব্যের কোনো জবাব দেননি। তিনি আপাতত নিজের অভিনয় জগতেই ব্যস্ত রয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রুকাইয়া জাহান চমক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft