প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, তাদের মাথায়ই শোভা পাবে সিরিজ জয়ের মুকুট।
আজ সোমবার শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সকালে জানা গেছে, কুঁচকির চোটের কারণে শেষ ওয়ানডে খেলতে পারবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখনই ধারণা করা হয়েছিল, ফাইনাল ম্যাচে দলের নেতৃত্বে আসবেন আগের দুই ওয়ানডেতে সহকারীর দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজ। অবশেষে তাই হলো।
প্রথম ওয়ানডেতে আফগান স্পিনার গজনফারের রহস্যময় অফস্পিনে বেসামাল হয়ে পড়েছিল বাংলাদেশ। এ অফস্পিনারের স্পিন ঘূর্ণি সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিলেন তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদরা।
ব্যাটারদের অমার্জনীয় ব্যর্থতায় ২৩৫ রানের পিছু ধেয়েও ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানের লড়াকু পুঁজি গড়ে ৬৮ রানের জয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কেউ আহামরি পারফরম্যান্স দেখাতে না পারলেও দলীয় পারফরম্যান্স মন্দ ছিল না। বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের সমষ্টিতে ধরা দিয়েছে ওই জয়। এতে ১-১ সমতায় সিরিজে ফিরেছিল বাংলাদেশ।