শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
কেমন হবে নাজমুল শান্তবিহীন বাংলাদেশ একাদশ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

অপেক্ষা ছিল এমআরআই রিপোর্টের জন্য। সেই রিপোর্ট অবশ্য বাংলাদেশ ক্রিকেটকে কোনো সুখবর এনে দিতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই নামতে হচ্ছে টাইগারদের। 

দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোট পাওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ফিল্ডিংয়ের বড় একটা সময়ে মাঠে নামতে পারেননি। এর মধ্যেই মুশফিকুর রহিম ছিটকে গেছেন চোটের জন্য। বলতে গেলে বাংলাদেশের স্কোয়াড এখন নেমে গেছে ১৩ জনে। শান্তর ইনজুরির পর দলে ব্যাক আপ ব্যাটার বলতে আপাতত জাকির হাসান।

অবশ্য গত ম্যাচে শান্তর বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমে তিনিও চোট পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়। শান্ত না থাকায় তিনিই জায়গা পেতে পারেন মূল একাদশে। তবে সেক্ষেত্রে দলের কম্বিনেশন নিয়ে কিছুটা ভাবতে হবে। 

শান্ত না থাকলে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে জাকির এলে তিনি শান্তর জায়গায় নামতে পারেন। এছাড়া বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ কম। এই ম্যাচেও বাংলাদেশ খেলবে তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। স্পিনার হিসেবে গত ম্যাচে বেশ ভালোই করেছিলেন নাসুম। আজও তাকেই দেখা যাবে। আর অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে মেহেদী হাসান মিরাজকে। 

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ আফগানিস্তান সিরিজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft