প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ফারুকীকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ফারুকীকে অভিনন্দন জানিয়ে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’ বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন। তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। কয়েক মিনিটের ব্যবধানে দশ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য এসেছে সাত শতাধিক।
এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করেও অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ অনেকে ফারুকীকে অভিনন্দন জানান।
মোস্তফা সরয়ার ফারুকী ১৯৭৩ সালের ২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন তিনি। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।